আউলা আমার মনটা এমন
সংসার ভাল লাগে না
গৃহ বন্দী বাউলা আমি
মন যে গৃহে টিকে না।
এসংসারে সবকিছু ভাই
টাকার মাপে হয়
বলবে তুমি ভালবাসা
সেও বাকী নয়।
টাকায় আমার মনগলে না
ভালবাসা চাই
এমন আজব ভালবাস
কোথায় বল পাই।
সংসার ভাল লাগে না
গৃহ বন্দী বাউলা আমি
মন যে গৃহে টিকে না।
এসংসারে সবকিছু ভাই
টাকার মাপে হয়
বলবে তুমি ভালবাসা
সেও বাকী নয়।
টাকায় আমার মনগলে না
ভালবাসা চাই
এমন আজব ভালবাস
কোথায় বল পাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন