রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

আমরা এখন এক নম্বর


আমরা এখন এক নম্বর 
হইছে মাথা উঁচা
হিংসা করে কেউ যদিও 
দিবে কথার খোঁচা।

ঢাকা এখন বাসযোগ্য নয় 
যাবা তুমি কই?
বলব আমি এবিষয়ে 
আমরা একা নই। 

আমরা কেবল এক নম্বর
এটা মোদের গর্ব
এ বিষয়ে মান সম্মান 
করবে না কেউ খর্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন