গাড়ি খানা কেমন দেখেন
সোনা দিয়ে তৈরী
হিংসে করে কেউ আবার যে
হবেন না ভাই বৈরী।
নিজের টাকায় কিনছি আমি
তাইতো এতো ভাব
কতো মানুষ এমন গাড়ির
দেখে শুধু খাব।
কেউ বলে ভাই এমন গাড়ি
শুধুই বিলাসিতা
কতো মানুষ অনাহারে
তুমি কর যাতা।
আমি বলি তোমরা বোকা
যোগ্য কভু নও
তাইতো সবাই হিংসা করে
অমন কথা কও।
দুবাইয়ের রাস্তায় এই গাড়ি চলে। দেখেন না লাইভ রাস্তা থেকে তোলা ছবি। পৃথিবীতে কত লোক অনাহারে থাকে আর ওনারা চালান সোনার গাড়ি। হায়রে মানুষ ...............................